Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাজনের পর এবার ভারতে চাকরি যাচ্ছে শেয়ারচ্যাটের ৫০০ কর্মীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ৬:৩৪ পিএম

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ভারতের টেক ইন্ডাস্ট্রির। প্রায় প্রতিদিনই শিরোনামে উঠে আসছে কর্মী ছাঁটাইয়ের খবর। এবার কোপ পড়ল শেয়ারচ্যাটের কর্মীদের উপর। সোমবার চাকরি খোয়ালেন মোট কর্মচারীর ২০ শতাংশই।

খরচ কমাতে আমাজন, ওলার মতো আন্তর্জাতিক সংস্থাগুলি কর্মীর সংখ্যা সংকুচিত করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছর উল্লেখযোগ্য ভাবে গণছাঁটাই হওয়ার ইতিমধ্যেই দিয়েছে আমাজন। জানিয়েছে, ভারত-সহ গোটা বিশ্বে ১৮০০-এরও বেশি কর্মীকে চাকরি থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের গোড়ায় সেই প্রক্রিয়াও শুরুও হয়ে গিয়েছে। এবার একই পথে হাঁটল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট।

সোমবার সংস্থার তরফে ছাঁটাইয়ের কথা ঘোষণা করে কর্মকর্তারা জানান, বাহ্যিক নানা কারণে অর্থের জোগান কমেছে। আর সেই জন্যই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। শেয়ারচ্যাট ও তাদের শর্ট ভিডিও অ্যাপ মোজয় চাকরিরত অন্তত ৫০০ জনকে বরখাস্ত করা হতে পারে বলে খবর। কোম্পানির মুখপাত্র বলেন, “অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক সিদ্ধান্ত আমাদের নিতে হচ্ছে। আমাদের কর্মীরা অত্যন্ত প্রতিভাবান। আমাদের এই স্টার্ট আপের দীর্ঘদিনের সফরসঙ্গী। কিন্তু তা সত্ত্বেও ২০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতেই হবে।” এরপরই যোগ করেন, “আপাতত কোম্পানির স্বার্থে অতি প্রয়োজনীয় প্রজেক্টেই অর্থ লগ্নি করা হবে। বাজারে সবকিছুর মূল্যবৃদ্ধি হওয়াতেই অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কোম্পানি।”

তবে খালি হাতে কর্মীদের বিদায় দিচ্ছে না কোম্পানি। জানা গিয়েছে, নোটিস পিরিয়ডে থাকাকালীন সমস্ত বেতন, যে ক’টি বছর চাকরি করেছেন, প্রতি বছরের জন্য ২ সপ্তাহের বেতন, চলতি বছরের জুন পর্যন্ত স্বাস্থ্যবিমা দেওয়া হবে। পাশাপাশি চাকরি যাওয়ার পর ৪৫ দিনের নোটিস পিরিয়ডের মধ্যে বেঁচে থাকা ছুটিগুলিও নিতে পারবেন তারা। সূত্র: ইন্ডিয়া টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ