Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ-ছাত্রলীগের বাধায় শাহবাগে ‘লাল কার্ড সমাবেশ’ পণ্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১:৫৩ পিএম

নতুন বছরের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে ইতিহাস বিকৃতি, সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত সমাবেশ পুলিশ ও ছাত্রলীগের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় শাহবাগ চত্বরে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশ শুরুর সময় শাহবাগে অবস্থানরত পুলিশ শিক্ষার্থীদের ব্যানার ছিনিয়ে নেয়। শুরু থেকেই কর্মসূচিস্থলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মহড়া দেন।

কর্মসূচির আয়োজকরা বলেন, পুলিশ থেকে বলা হয় আমাদের সমাবেশ করা যাবে না। এরপর ব্যানার ছিনিয়ে নেয়। আমরা তাদের বলি, আমরা সরকারবিরোধী কোনো কর্মসূচি করছি না। তারপরও তা শোনেনি। বক্তব্য নেওয়া অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা মোবাইলসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

পুলিশ ও ছাত্রলীগের বাধা পেয়ে কর্মসূচি পালনকারী শিক্ষার্থীরা শাহবাগ এলাকা ত্যাগ করেন।

এবিষয়ে শাহবাগ থানার সাব ইন্সপেক্টর আশরাফুজ্জামান বলেন, পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি বা এরকম কোনো ঘটনা চোখে পড়েনি।



 

Show all comments
  • আলি ১৭ জানুয়ারি, ২০২৩, ২:০৫ পিএম says : 0
    তীব্র নিন্দা জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • আমান ১৭ জানুয়ারি, ২০২৩, ২:০৮ পিএম says : 0
    সরকার চাচ্ছে জোড় করে ক্ষমতায় থাকতে, যার কারণে সরকার কাউকে সমাবেশ করতে দেই না
    Total Reply(0) Reply
  • Ibrahim ১৭ জানুয়ারি, ২০২৩, ৭:১০ পিএম says : 0
    ছাত্রলীগ আর পুলিশ বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে এর পরিচিতি কি এর পরিচিত ভয়াবহ সামনে হায়নার অত্যাচার থেকে এই বাংলার জনগণ কবে রক্ষা পাবে একমাত্র আল্লাহই জানে মানুষের উপর আক্রমণ করছে হায়নার মত সরকার বুঝতে পেরেছে এদের দিন ঘনিয়ে এসেছে ...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ