গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নতুন বছরের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে ইতিহাস বিকৃতি, সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু ও ট্রান্সজেন্ডারকে প্রমোট করার প্রতিবাদে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত সমাবেশ পুলিশ ও ছাত্রলীগের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা গণমাধ্যম কর্মীদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় শাহবাগ চত্বরে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশ শুরুর সময় শাহবাগে অবস্থানরত পুলিশ শিক্ষার্থীদের ব্যানার ছিনিয়ে নেয়। শুরু থেকেই কর্মসূচিস্থলে উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বিভিন্ন স্লোগান দিয়ে মহড়া দেন।
কর্মসূচির আয়োজকরা বলেন, পুলিশ থেকে বলা হয় আমাদের সমাবেশ করা যাবে না। এরপর ব্যানার ছিনিয়ে নেয়। আমরা তাদের বলি, আমরা সরকারবিরোধী কোনো কর্মসূচি করছি না। তারপরও তা শোনেনি। বক্তব্য নেওয়া অবস্থায় ছাত্রলীগের নেতাকর্মীরা মোবাইলসহ কয়েকজন গণমাধ্যমকর্মীর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পুলিশ ও ছাত্রলীগের বাধা পেয়ে কর্মসূচি পালনকারী শিক্ষার্থীরা শাহবাগ এলাকা ত্যাগ করেন।
এবিষয়ে শাহবাগ থানার সাব ইন্সপেক্টর আশরাফুজ্জামান বলেন, পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি বা এরকম কোনো ঘটনা চোখে পড়েনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।