Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপার সাথে সাক্ষাৎ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আচমকা নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২০ মিনিট তাঁদের কথা হয়। তবে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে, তা এখনও স্পষ্ট নয়। গতকাল সোমবার সকালে জেলা সফর থেকে ফিরেন মুখ্যমন্ত্রী। তারপরই কলকাতায় ফিরে নবান্নে সাবেক বিসিসিআই সভাপতি সৌরভের সঙ্গে সাক্ষাৎ করলেন। এদিন বিকেল ৪টা নাগাদ নবান্নে পৌঁছান মহারাজ। ৪টা ২০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন। ঠিক কী নিয়ে তাদের মধ্যে আলোচনা হল? সাক্ষাতের পর থেকেই এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, সৌরভ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। শুধু জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই দেখা করতে গিয়েছিলেন।
তবে অনুমান করা হচ্ছে, রাজ্যে অ্যাকাডেমি তৈরির বিষয়ে জমি নিয়ে সৌরভের সঙ্গে আলোচনা হয়ে থাকতে পারে মুখ্যমন্ত্রীর। কারণ আগেই সৌরভ এ শহরে ক্রিকেট অ্যাকাডেমি গড়ার কথা জানিয়েছিলেন। প্রসঙ্গত, গত বছর এপ্রিলে বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীনও নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন ‘দাদা’। রাজ্যে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির যে প্রস্তাব বিসিসিআই দিয়েছিল, তার জন্য রাজ্য সরকারকে বিকল্প জমি খুঁজে দেওয়ার অনুরোধ করেছিলেন সৌরভ। তবে বর্তমানে তিনি আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত নন। সূত্র : সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ