নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্প্যানিশ জাভি হার্নান্দেজ কোচ হওয়ার পর প্রায় দেড় মৌসুম কেটে গেলেও শিরোপার দেখা মিলছিল না বার্সেলোনার। অবশেষে সুপার এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়েই ‘প্রথম’ শিরোপার দেখা পেলেন জাভি। রোববার রাতে সউদী আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল বার্সেলোনা। বার্সার হয়ে গোল তিনটি করেন গাবি, রবার্ট লেওয়ানডস্কি এবং পেদ্রি। রিয়ালের হয়ে একমাত্র গোলটি শোধ দেন করিম বেনজেমা।
রিয়াল-বার্সা মহারণ দেখার জন্য রিয়াদের ৬৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন কিং ফাহাদ স্টেডিয়ামটি ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচের নায়ক ছিলেন তরুণ স্প্যানিশ উইঙ্গার গাবি। রিয়ালের রক্ষণের ভুলে একটি গোল তো নিজে করেছেনই, বার্সার বাকি দুই গোলেও ছিল তার অবদান।
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোয় রিয়ালের মাঠে গিয়ে হেরে এসেছিলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। তবে এই ম্যাচে পুরো নিয়ন্ত্রন নিয়ে খেলেছে বার্সা। রিয়ালকে সুযোগই দেয়নি। এ নিয়ে টানা দুই ম্যাচে রক্ষণভাগের ভুল সমস্যায় পড়লো রিয়াল। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি জানান, তার দল সব অবস্থায়, সব পজিশনে সমানভাবে জ্বলে উঠতে পারেনি। আগের ম্যাচেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে একই সমস্যায় পড়েছিলো তারা। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো লজ ব্লাঙ্কোজরা। আনচেলত্তি বলেন, ‘আমাদেরকে অবশ্যই এ ধরনের কঠিন মুহূর্তগুলো থেকে শিখতে হবে। এ সমস্যাগুলো থেকে কিভাবে দলকে উত্তরণ ঘটাতে হবে, সেটাও জানতে হবে। ম্যাচের আগেই আমরা বুঝতে পেরেছি, দল খুব ভালো অবস্থায় নেই। এই ম্যাচ কিছু বিষয় দেখিয়ে দিয়েছে, যেখানে আমাদেরকে উন্নতি করতে হবে। আমরা অবশ্যই পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো।’
এ ম্যাচে এসে নিজের কৌশল পরিবর্তন করেন জাভি। তার পরিচিত ৪-৩-৩ ফরমেশন থেকে সরে আসেন। মিডফিল্ডে একজন বাড়িয়ে দেন। ফ্রন্টে রাখেন শুধু লওয়ানডস্কিকে। সেন্টারব্যাক রোনাল্ড আরাউজোকে নিয়ে আসেন রাইটব্যাকে। যাতে রিয়ালের দ্রুতগতির উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ন্ত্রণ করা যায়। একদিনে ভিনিসিয়ুসের গতি রুদ্ধ করা হলো, অন্যদিকে উইংসে গাবি খেললেন দুর্দান্ত। তার আক্রমণ তৈরি করার দেখে দিশেহারা হয়ে পড়ে রিয়ালের রক্ষণভাগ। ম্যাচের ৩৩ মিনিটেই লা লিগার শীর্ষে থাকা দলটি এগিয়ে যায়। রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার নিজেদের সীমানায় পাস দিতে গেলে বল পেয়ে যান সার্জিও বুস্কেটস। তিনি বল নিয়ে তা দেন পেদ্রিকে। পেদ্রি থেকে বল পান লেওয়ানডস্কি। বাম প্রান্ত থেকে এগিয়ে আসা গাবির কাছে বল পাঠিয়ে দেন পোল্যান্ডের এই স্ট্রাইকার। এক ডিফেন্ডার এবং গোলরক্ষক কুর্তোয়াকে বোকা বানিয়ে রিয়ালের জালে বল ঠেলে দেন গাবি (১-০)।
১২ মিনিট পর দলের পক্ষে দ্বিতীয় গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ফ্রাঙ্কি ডি ইয়ং বল বাড়িয়ে দেন গাবির কাছে। বল পেয়ে বাম প্রান্ত থেকে দারুণ ক্রস দেন গাবি। যে ক্রসে লেওয়ানডস্কিকে শুধু পা লাগাতে হয়েছে গোলের জন্য (২-০)। ম্যাচের ৬৯ মিনিটে আরও পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। এবারও গোলের জোগানদাতা গাবি। এ সময় মাঝ মাঠ থেকে বল নিয়ে এগিয়ে আসেন রবার্ট লেওয়ানডস্কি। তিনি বাম প্রান্তে বল দেন গাবির কাছে। বাঁ পায়ের দারুণ এক ক্রসে বলকে বক্সের ডান প্রান্তে পাঠিয়ে দেন গাবি। এগিয়ে আসা পেদ্রি শুধু পা ছুঁইয়ে দেন সেই বলে। যা জড়িয়ে যায় রিয়ালের জালে (৩-০)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৩ মিনিটে) সান্তনার একটি গোল পায় রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার এই গোলে শুধু ব্যবধান কমে (১-৩)। ফলে শেষ পর্যন্ত দলের দায়িত্বগ্রহণের পর ‘প্রথম’ শিরোপা জিতে মাঠ ছাড়েন কোচ জাভি হার্নান্দেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।