Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিবাসীদের জন্য নিউইয়র্কে আর কোনো জায়গা নেই

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আমেরিকার নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, তার শহর হচ্ছে আমেরিকার মধ্যে সবচেয়ে জনবহুল শহর এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে বাস ভর্তি যে সমস্ত অভিবাসী পাঠানো হচ্ছে তাদের জন্য আর জায়গা নেই। ডেমোক্র্যাট দলের মেয়র গতকাল রোববার মেক্সিকো সীমান্তবর্তী এল পাসো শহরে নজিরবিহীনভাবে সফর করার সময় এ ঘোষণা দেন। আমেরিকার যে সমস্ত সীমান্ত দিয়ে বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসন প্রত্যাশী আমেরিকার প্রবেশ করে এল পাসো হচ্ছে তার একটি। মেয়র এরিক অ্যাডামস নিজে ডেমোক্রেটিক দলের হলেও তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় সরকারের এই সঙ্কট সমাধানের বিষয়ে কাজ করার এটাই সবচেয়ে সেরা সময়। টেক্সাস ও ফ্লোরিডা স্টেটের মতো রিপাবলিকান নিয়ন্ত্রিত কোনো কোনো অঙ্গরাজ্য থেকে বাসভর্তি করে অবৈধ অভিবাসীদের নিউ ইয়র্ক শহরে পাঠানো হয়। এতে নিউ ইয়র্ক শহরে গৃহহীন লোকদের জন্য আবাসনের সঙ্কট আরো তীব্র হয়ে দেখা দিয়েছে। মেয়র অ্যাডামস বলেন, নিউইয়র্ক শহরে যে অবৈধ অধিবাসী রয়েছে তাদের জন্য এ মুহূর্তে অন্তত ২০০ কোটি ডলার খরচ করা প্রয়োজন অথচ নিউ ইয়র্ক সিটি এ মুহূর্তে বাজেট ঘাঁটতির মুখে রয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ