Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইয়াকুতস্কে মাইনাস ৫০ ডিগ্রি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পৃথিবীর সবচেয়ে শীতল শহর হিসেবে পরিচিত ইয়াকুতস্ক। সাইবেরিয়ান শহরটিতে চলতি সপ্তাহে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৫০০০ কিলোমিটার পূর্বে অবস্থিত খনির শহরটির বাসিন্দারা প্রায় সময়ই মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের তাপমাত্রায় দিন পার করে। মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রুখে দেওয়ার মতো জামাকাপড় পরিহিত দুই নারী জানিয়েছেন, আপনি এই প্রকৃতির সাথে লড়াই করতে পারবেন না। আপনাকে হয় সামঞ্জস্য বজায় রাখতে হবে এবং সে অনুযায়ী পোশাক নির্বাচন করতে হবে; অন্যথায় আপনি নিদারুণ কষ্ট পাবেন। ওই নারীদ্বয় আরো জানান, আপনি সত্যিই এখানকার ঠান্ডা অনুভব করতে পারবেন না। কিংবা মস্তিষ্ক হয়তো এটির জন্য আপনার শরীরকে প্রস্তুত করে দেয় এবং আপনাকে বলে যে, সব ঠিক আছে। ফ্রিজের কোনো দরকার নয়, অথচ বরফ জমা মাছ বিক্রি করছেন আরেক নারী। তিনি পরামর্শ দিয়েছেন, সেই শহরে টিকে থাকতে হলে পোশাক ঠিকভাবে পরতে হবে। বাঁধাকপির মতো করে স্তরের পর স্তর করে পোশাকে আবৃত থাকতে হবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ