মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গত কয়েক মাস ধরে চলে আসা বিরোধ দূর করতে পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন। এক বিবৃতিতে মুন এই আহ্বান জানান বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহানা হক। দশ বছর দায়িত্ব পালনের পর চলতি মাসের শেষে জাতিসংঘের মহাসচিব পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। বান কি মুন তার বিবৃতিতে দুই প্রতিবেশী দেশকে সংলাপের মাধ্যমে বিরোধ দূর করতে উৎসাহিত করেছেন। ফারহানা হক বলেন, পাক-ভারত বিরোধের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান খুবই সঙ্গতিপূর্ণ। পাক-ভারত বিরোধ নিয়ে গত মাসেও বান কি মুন উদ্বেগ প্রকাশ করেছিলেন। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।