Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলিতে নিহত সাবেক এমপি ও দেহরক্ষী

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আততায়ীর গুলিতে প্রাণ হারালেন আফগানিস্তানের সাবেক নারী আইনপ্রণেতা মুরসাল নবীজাদা ও তার দেহরক্ষী। পুলিশ জানিয়েছে, রাজধানী কাবুলের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে ২০১৯ সালে পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব নেন মুরসাল নবীজাদা। রবিবার স্থানীয় পুলিশের প্রধান মৌলভী হামিদুল্লাহ খালিদ জানান, সাবেক আইনপ্রণেতা নবীজাদা এবং তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী স্থানীয় সময় শনিবার রাত ৩টার দিকে আততায়ীর গুলি নিহত হন। দুইজনকে একইকক্ষে পাওয়া গেছে। তার ভাই এবং আরেক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন। কিন্তু তৃতীয় নিরাপত্তারক্ষী অর্থ এবং গয়না নিয়ে পালিয়ে গেছে। খালিদ আরও বলেন, নিহত আইনপ্রণেতার লাশ বাড়ির প্রথমতলা থেকে পাওয়া গেছে। ওই কক্ষটি তিনি অফিস হিসেবে ব্যবহার করতেন। এ ঘটনায় বিস্তর তদন্ত শুরু হয়েছে। এ হত্যাকা-ে কয়জন অংশ নিয়েছিল তা এখনও বের করতে পারেনি পুলিশ। গভীর শোক জানিয়েছেন আফগানিস্তানের কান্দাহারের সাবেক গভর্নর আইনপ্রণেতা মালালাই ইশাকজাইও। এই হত্যাকা-ে তালেবানের হাত রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ