Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টয়লেটে জন্ম দিয়ে নবজাতককে হত্যা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চাচাতো ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক কিশোরী টয়লেটে সন্তান জন্ম দিয়েছেন। পরে সেই নবজাতককে জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দিয়ে হত্যা করেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে কিশোরী নিজের চাচাতো ভাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এনআরআই কোস্টাল পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর উত্তম জাগদালে বলেছেন, নবজাতকটিকে উদ্ধারের পর এনএমএমসি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই কিশোরী মাকেও এনএমএমসির মিনাতাই থাকরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলেও জানান তিনি। এজাহারে বলা হয়েছে, গত ১৩ জানুয়ারি রাতে নাইট ডিউটিতে ছিলেন বিট মার্শাল কনস্টেবল সন্তোষ খান্ডারে ও মাদান। তখন এক অটোরিকশাওয়ালা তাদের জানান, উলউয়ে একটি বিল্ডিংয়ের পাশে একটি নবজাতক পড়ে রয়েছে। তারা বিষয়টি এপিআই গণেশ যাদবকে জানান। পরে এপিআই যাদব একটি টিম নিয়ে ঘটনা তদন্তে যান। সেখানে গিয়ে তারা দোতলার একটি ফ্ল্যাটের জানালা ভাঙা দেখতে পান। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ