মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৭১তম মিস ইউনিভার্সের মুকুট মাথায় উঠল আমেরিকার আর’বনি গ্যাব্রিয়েলের। তার মাথায় জয়ীর মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স হরনাজ সান্ধু। তিনি শুধু মিস ইউনিভার্সই নন। মিস ইউএসও বটে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন প্রায় ৮৪টি দেশের প্রতিনিধি। এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ভেনিজুয়েলা। তৃতীয় স্থান অধিকার করেছেন মিস ডমোনিকান রিপাবলিক। জয়ের মুকুট পরতে পারেননি ভারতীয় কন্যা দিভিতা রাইয়ের। কর্ণাটকের ম্যাঙ্গালুরুর বাসিন্দা। গত বছর মিস ডিভা ইউনিভার্স হয়েছিলেন তিনি। মিস ইউনিভার্স আর›বনি গ্যাব্রিয়েল পেশায় ফ্যাশন ডিজাইনার। স্কুলে পরার সময় থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি টান অনুভব করেন তিনি। নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনে ব্যাচেলর ডিগ্রি করেন। বেশ কয়েকটি প্রশ্নের চোখাচোখা উত্তর দিয়ে বাজিমাত করেছেন আর’বনি গ্যাব্রিয়েল। তাকে প্রশ্ন করা হয় মিস ইউনিভার্স হওয়ার পর অন্যদের উন্নতিতে কীভাবে সাহায্য করবেন? উত্তরে বলেন, ‘আমার ডিজাইন নিয়ে খুবই আগ্রহ। প্রায় ১৩ বছর ধরে এই নিয়ে কাজ করছি। আমি ফ্যাশনের মাধ্যমে সদর্থক পরিবর্তন আনতে চাই। জামাকাপড় তৈরি করার সময় এমন জিনিস ব্যবহার করি যা দূষণ ছাড়াতে না পারে।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।