মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০১৯ সালের শেষ দিকে চীনে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। কয়েক মাসের মধ্যেই তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বিশ্বকে বিপর্যয়ে ফেলে দেয়া এ সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকরী হিসেবে বিবেচিত হয়েছিল ফেস মাস্ক। এজন্য মহামারী নিয়ন্ত্রণের অংশ হিসেবে প্রতিটি দেশের সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছিল। এতে রাতারাতি বেড়ে যায় ফেস মাস্কের বিক্রি। বিশ্বজুড়ে বেড়ে যায় বাজারটির আকারও। তবে সংক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা তুলে দিয়েছে। ফলে ফেস মাস্কের বিক্রিও নিম্নমুখী হয়েছে। বাজার ও ভোক্তা গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্য অনুসারে, কভিড মহামারীতে ফেস মাস্কের বিক্রি কয়েক গুণ বেড়ে গিয়েছিল। স্ট্যাটিস্টা কনজিউমার মার্কেট ইনসাইটস শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্বজুড়ে ফেস মাস্ক বিক্রি হয়েছে ১ হাজার ২৫০ কোটি ইউনিট। এ হিসেবে সার্জিক্যাল, এন৯৫-এর মতো রেসপিরেট ও কাপড়ের মাস্ক অন্তর্ভুক্ত রয়েছে। এরপর ২০২০ সালে ফেস মাস্ক বিক্রি ৩০ গুণ বেড়ে ৩৭ হাজার ৮৯০ কোটি ইউনিটে পৌঁছে গিয়েছিল। সে হিসেবে জনপ্রতি ৫০টি করে মাস্ক বিক্রি হয়েছে। ২০২০ সালে চাহিদা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ফেস মাস্কের দামও কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এরপর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সস্তা ফেস মাস্কের উৎপাদন বাড়াতে ঝাঁপিয়ে পড়ে। এতে ২০২১ সালে মাস্কের দাম কিছুটা কমে যায়। ওই বছর ২০২০ সালের তুলনায় ইউনিটের হিসাবে ফেস মাস্কের বিক্রি বাড়লেও উৎপাদনকারী সংস্থাগুলোর আয় প্রায় অর্ধেকে নেমে এসেছিল। গত বছর এটির বিক্রির পরিমাণ এবং সংস্থাগুলোর আয় কয়েক গুণ নেমে এসেছে বলে মনে করেন স্ট্যাটিস্টার বিশ্লেষকরা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।