Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন সরকারের ঋণ সর্বোচ্চ সীমায় পৌঁছেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:৪৮ পিএম

১৩ জানুয়ারি মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট লুইস ইয়েলেন মার্কিন কংগ্রেসকে জানান যে, ১৯ জানুয়ারি মার্কিন সরকারের ঋণ সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে। কংগ্রেসকে দ্রুত ব্যবস্থা নিয়ে ঋণের সর্বোচ্চ সীমা সমন্বয় করার আহ্বান জানান তিনি।

১৫ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্যরা সরকারকে খরচ কমানোর দাবি জানিয়েছেন। উল্লেখ্য, মার্কিন কংগ্রেস ফেডারেল সরকারের জন্য ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে, যা অতিক্রম করলে মার্কিন অর্থ মন্ত্রণালয় ঋণ গ্রহণের অনুমোদন দেবে না। ১১ জানুয়ারি মার্কিন সরকারের ঋণের পরিমাণ ৩১.৩৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়।

মার্কিন পিটার পিটারসন তহবিলের পরিসংখ্যান থেকে জানা গেছে, ৩১ ট্রিলিয়নেরও বেশি মার্কিন ডলার ঋণ চীন, জাপান, জার্মানি ও ব্রিটেনের অর্থনৈতিক সত্তার মোট পরিমাণের চেয়েও বেশি।

অর্থাৎ, মার্কিন নাগরিকদের মাথাপিছু ঋণের পরিমাণ ৯৩ হাজার মার্কিন ডলার। মার্কিন পরিবারের প্রত্যেক সদস্য মাসিক এক হাজার ডলার দিলে ১৯ বছরে এই ঋণ পরিশোধ করা যাবে। সূত্র: সিআরআই।

 



 

Show all comments
  • Sohel Sarkar ১৭ জানুয়ারি, ২০২৩, ৫:৩৭ পিএম says : 0
    আমার মনে হয় মার্কিনিরা সব থেকে গরীব, যদিও তাদের প্রচুর সম্পদও আছে।
    Total Reply(0) Reply
  • Harunur Rashid ১৬ জানুয়ারি, ২০২৩, ১১:১২ পিএম says : 0
    Mr. Republicans cut the defense dolls, we can bring it down to 0 in 10 years.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ