মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১৩ জানুয়ারি মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট লুইস ইয়েলেন মার্কিন কংগ্রেসকে জানান যে, ১৯ জানুয়ারি মার্কিন সরকারের ঋণ সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে। কংগ্রেসকে দ্রুত ব্যবস্থা নিয়ে ঋণের সর্বোচ্চ সীমা সমন্বয় করার আহ্বান জানান তিনি।
১৫ জানুয়ারি মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্যরা সরকারকে খরচ কমানোর দাবি জানিয়েছেন। উল্লেখ্য, মার্কিন কংগ্রেস ফেডারেল সরকারের জন্য ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে, যা অতিক্রম করলে মার্কিন অর্থ মন্ত্রণালয় ঋণ গ্রহণের অনুমোদন দেবে না। ১১ জানুয়ারি মার্কিন সরকারের ঋণের পরিমাণ ৩১.৩৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়।
মার্কিন পিটার পিটারসন তহবিলের পরিসংখ্যান থেকে জানা গেছে, ৩১ ট্রিলিয়নেরও বেশি মার্কিন ডলার ঋণ চীন, জাপান, জার্মানি ও ব্রিটেনের অর্থনৈতিক সত্তার মোট পরিমাণের চেয়েও বেশি।
অর্থাৎ, মার্কিন নাগরিকদের মাথাপিছু ঋণের পরিমাণ ৯৩ হাজার মার্কিন ডলার। মার্কিন পরিবারের প্রত্যেক সদস্য মাসিক এক হাজার ডলার দিলে ১৯ বছরে এই ঋণ পরিশোধ করা যাবে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।