Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ.চীন সাগরে আরো ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে বেইজিং

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য আরো ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নিয়েছে বেইজিং। মার্কিন গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে, হাইনান দ্বীপের সীমানা থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জগুলোতে সিএসএ-৬বি এবং এইচকিউ-৯ ক্ষেপণাস্ত্র বসাবে বেইজিং। উপগ্রহ থেকে হাইনানের তোলা ছবি দেখে এ সিদ্ধান্তে পৌঁছেছে মার্কিন কর্তৃপক্ষ। দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের অন্যতম দ্বীপ হাইনান। এ দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে চীনের সঙ্গে তাইওয়ান, ভিয়েতনাম, মালেয়েশিয়া এবং ফিলিপাইনের বিরোধ অব্যাহত রয়েছে। এ ছাড়া, নৌচলাচলের কথিত স্বাধীনতার নামে মার্কিন নৌবাহিনী মাঝে মাঝে এ এলাকায় টহল দেয়। ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ