Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র-জাপান যৌথ বিবৃতির আসল উদ্দেশ্য নিজেদের সামরিক শক্তির বিকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:৩৮ পিএম

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনাশেষে যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে, তার মূল উদ্দেশ্য ‘চীনের পারমাণবিক হুমকি’র অজুহাত দেখিয়ে নিজেদের সামরিক শক্তির বিকাশ ঘটানো, বেইজিং যার তীব্র বিরোধিতা করে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ (সোমবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে উন্নত পারমাণবিক অস্ত্রাগার রয়েছে এবং তা আরও উন্নত করতে দেশটি ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও জাপানের নেতিবাচক পদক্ষেপগুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সতর্ক দৃষ্টি রাখা।

মুখপাত্র আরও বলেন, চীন যুক্তরাষ্ট্র ও জাপানকে শীতল যুদ্ধের মানসিকতা পরিত্যাগ করতে, পারমাণবিক নিরস্ত্রীকরণে নিজেদের দায়িত্ব পালন করতে, এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখতে আহ্বান জানায়। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ