Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠির প্রশংসায় ট্রাম্প

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পারমাণবিক অস্ত্রের বিস্তার বৃদ্ধিতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের একটি চিঠির প্রশংসা করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এবং পুতিন নিজ নিজ দেশের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বিস্তারের আহ্বান জানান। ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, যতক্ষণ পর্যন্ত না পারমাণবিক অস্ত্রের ইস্যুতে বিশ্বের হুঁশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা অবশ্যই দৃঢ় ও বিস্তৃত করা প্রয়োজন। অপরদিকে, গত বৃহস্পতিবার সকালে ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টা আগে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মন্তব্য করেছিলেন, কৌশলগত পারমাণবিক শক্তিজনিত ক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর সম্ভাবনা দৃঢ়তর করা প্রয়োজন। তবে এর আগে গত ১৫ ডিসেম্বর ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র বিস্তার করতে একটি চিঠি লিখেছিলেন পুতিন। শুক্রবার ওই চিঠিটি প্রকাশ করে ট্রাম্প শিবির। ওই চিঠির প্রশংসা করে ট্রাম্প বলেন, ভøাদিমির পুতিনের লেখা চিঠিটি ছিল সুলিখিত। তার ধারণা খুবই সঠিক। আমি আশা করি দু’পক্ষই এই ধারণাকে সামনে নিয়ে যাবে এবং আমাদের সামনে কোনও বিকল্প পথ নেই। ট্রাম্পকে লেখা চিঠিতে পুতিন বলেন, আশা করছি, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বাস্তব পদক্ষেপ নেওয়ার মধ্যদিয়ে আমরা গঠনমূলক এবং বাস্তবসম্মতভাবে কাজ করতে পারব। যা আন্তর্জাতিক পর্যায়ে গুণগতভাবে নতুন মাত্রায় পৌঁছাবে। ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের বিস্তার বিষয়ক বক্তব্যের পেছনের কারণও পুতিনের লেখা সেই চিঠি বলে মনে করা হচ্ছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ