Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার আশঙ্কা এফবিআই’র

মার্কিন নাগরিকদের জর্ডান ভ্রমণে সতর্কতা জারি

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার আশঙ্কা করছে মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গত শুক্রবার এক বিবৃতিতে এই সতর্কতা প্রকাশ করা হয় বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা সংস্থা বরাবর জারিকৃত এফবিআই ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-র ওই সতর্কবার্তায় কোনও নির্দিষ্ট হুমকির কথা উল্লেখ করা না হলেও আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। এক কর্মকর্তা বলেছেন, স্বাভাবিক ছুটি ও বিশেষ বন্ধের দিনগুলোতে চার্চসহ লোকজনের জমায়েতে হামলা চালাতে সহানুভূতিশীলদের প্রতি যে আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন ইসলামিক স্টেট (আইএস), সে সম্পর্কে এফবিআই স্থানীয় আইনশৃঙ্খলা সংস্থাগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দান করেছে। ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের চার্চগুলোতে জঙ্গি হামলার জন্য অনলাইনে যেসব আহ্বান জানানো হয়েছে, সে সম্পর্কে এফবিআই অবগত রয়েছে এবং এসব হুমকির গ্রহণযোগ্যতা সম্পর্কে যথাযথ তদন্ত করছে। প্রসঙ্গত, জিহাদি সংগঠন আইএস ক্রমাগত তার সহানুভূতিশীল অনুসারীদের প্রতি আহ্বান জানিয়ে আসছে চার্চসহ বন্ধের দিনগুলোতে লোকজনের জমায়েতে হামলার চালানোর জন্য। বিবৃতিতে বিভিন্ন সন্দেহজনক কর্মকা-ের সংকেত সম্পর্কেও উল্লেখ করা হয়। যা দেখে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে। অপর এক খবরে বলা হয়, জর্ডানে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর সন্ত্রাসী গ্রুপের নতুন হামলার হুমকির কারণে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করেছে পররাষ্ট্র দপ্তর। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) ও তাদের মদদপুষ্ট জঙ্গিরা দেশটিতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গত সপ্তাহ থেকে জর্ডানে বিভিন্ন হামলায় ১২ জনের বেশি লোক নিহত হয়। এদের মধ্যে কানাডার এক সন্ত্রাসী রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর মিশরে মার্কিন নাগরিকদের ওপর একই ধরনের হামলার হুমকির সতর্কতা জারি করেছে। দেশটিতে একের পর এক হামলার কারণে তারা এ সতর্কতা জারি করে। ওই সতর্ক বার্তায় মার্কিন নাগরিকদের সিনাই উপদ্বীপ ও ওয়েস্টার্ন ডেজার্ট অঞ্চলে সফর এড়িয়ে চলার কথা বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর আরো জানায়, সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনগুলো জর্ডানে মার্কিন নাগরিক ও পশ্চিমা স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা অব্যাহত রেখেছে। কারণ, আইএসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জর্ডানকে গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ