Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার সাংবাদিককে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গায়ে পেট্রোল ঢেলে চার সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ফৈজাবাদের এক পেট্রোল পাম্পের কর্মীদের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত পেট্রোল ভরার টাকা নিয়ে। ওই পেট্রোল পাম্পের খুব কাছেই একটি হিন্দি দৈনিকের অফিস। আক্রান্ত সাংবাদিকদের মধ্যে একজন কৃষ্ণকান্ত গুপ্ত জানান, গত শুক্রবার রাতে গাড়ির তেল ভরতে পেট্রোল পাম্পে গিয়েছিলেন তিনি। ২০০ টাকার পেট্রোল ভরেন। টাকা দেওয়ার সময় তিনি ১০ টাকার ২০টি কয়েন পাম্প কর্মীর হাতে দেন কিন্তু পাম্প কর্মী কয়েন নিতে অস্বীকার করেন। পাম্পকর্মী বলেন, টাকা দিতে হবে। কয়েন নেবেন না। কেন কয়েন নেবেন না, এই নিয়ে পাম্প কর্মীকে তিনি প্রশ্ন করায় বচসা বেধে যায়। তখন অন্য পাম্প কর্মীরা এসে কৃষ্ণকান্তবাকে মারধর করতে শুরু করেন। কৃষ্ণকান্ত বলেন, আমাকে মারধর করছে শুনে সহকর্মীরা ছুটে আসেন বাঁচাতে। তখন তাদেরও ব্যাপক মারধর করা হয়। এমনকী গায়ে পেট্রোল ঢেলে আমাদের পুড়িয়ে মারার চেষ্টাও করা হয়। কোনও রকমে সেখান থেকে পালিয়ে নিজদের অফিসে আশ্রয় নেন আক্রান্ত সাংবাদিকরা। পাম্প কর্মীরা তাদের ধাওয়া করে অফিসে পৌঁছন। সেখানে গিয়ে অন্য সাংবাদিকদেরও তারা মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। যখন এমন কান্ড চলছে সাংবাদিকদের মধ্যে থেকে একজন পুলিশকে ফোন করেন। পুলিশ গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। এপিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ