Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন এনে রাজধানীতে সরবরাহ করত বাবু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ৬:৪৫ পিএম
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ১৬০ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের নাম হুমায়ুন কবির বাবু (৩৮)। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১০। 
 
সোমবার বিকেলে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন। 
 
 
তিনি জানান, এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রির - ৪৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
 
 
 
গ্রেপ্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
 
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলেও জানান র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন। 
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ