মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে ঘৃণ্য মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের এক ঘনিষ্ঠ সহযোগী। প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্কে ট্রাম্পের ক্যাম্পেইনের কো-চেয়ার ছিলেন কার্ল প্যালাডিনো। একটি সংবাদপত্র তার কাছে জানতে চায়, ২০১৭ সালে কী ঘটতে পারে। এর উত্তরে তিনি বলেন, ম্যাড কাউ রোগে আক্রান্ত হয়ে ওবামা মারা যাবেন এবং ফার্স্ট লেডি মিশেল পুরুষ হয়ে যাবেন। এ মন্তব্যের পর প্যালাডিনোর বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে। তবে পরে তিনি দাবি করেছেন, এটা ছিল কৌতুক। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বলেছেন, এ মন্তব্য জাতিবিদ্বেষী ও নোংরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ প্যালাডিনোর মন্তব্যের নিন্দা করেছেন। বাফেলো শহরের প্যারেন্ট টিচার অর্গানাইজেশন স্কুলের পরিচালনা পরিষদ থেকে প্যালাডিনোর পদত্যাগ দাবি করেছে। ওবামার বিরুদ্ধে এ ঘৃণ্য মন্তব্য করলেও হোয়াইট হাউস থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ২০১০ সালে নিউ ইয়র্কের গভর্নর নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজিত প্রার্থী প্যালাডিনোর কাছে বাফেলো’স আর্টভয়েস সংবাদপত্র জানতে চায়, ২০১৭ সালে তার প্রত্যাশা কী। ঐতিহ্যবাহীভাবে বছর শেষে আর্টভয়েস স্থানীয় প্রভাবশালীদের কাছে জানতে চায়, পরের বছর তাদের চাওয়া-পাওয়া কী। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।