মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার প্রস্তুতির মধ্যেই বারাক ওবামা শিকাগোয় বিদায়ী ভাষণ দেয়ার পরিকল্পনা করছেন। মার্কিন সরকারি কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে। গুরুত্বপূর্ণ এই বিদায়ী ভাষণে ওবামা শিকাগো শহর ও ইলিনয়িস অঙ্গরাজ্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করবেন বলে আশা করা হচ্ছে। কেননা এখান থেকেই ওবামার রাজনীতিক হিসেবে যাত্রা শুরু হয়। একে ওবামার বিদায়ী ভাষণ বলেও প্রচারণা চালানো হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১০ জানুয়ারি ওবামা এই ভাষণ দেবেন বলে জানা গেছে। আর এর কয়েকদিন পর অর্থাৎ ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক হবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।