বার্সলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মানেই বিশেষ কিছু।বছরজুড়ে এল ক্লাসিকো নামে পরিচিত দুই স্প্যানিশ জায়ান্টের এই ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় থাকে ফুটবল প্রেমীরা।স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গতকাল মুখোমুখি হয়েছল রিয়াল-বার্সা।একে তো বছরের প্রথম এল ক্লাসিকো, তার উপর ফাইনাল-সব মিলিয়ে জমজমাট এক মহারণ দেখার অপেক্ষায় ছিলেন সবাই।
তবে দারুণ ফুটবল উপহার দিয়ে অনেকটা একপেশেভাবে ফাইনাল জিতে নেয় বার্সা।রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৩-০ গোলের ব্যবধানে চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদকে হারায় কাতালান ক্লাবটি। ফাইনালে বার্সার জয়ের নায়ক ১৮ বছর বয়সী তরুণ মিডফিল্ডার গাভি একটি গোল করার পাশাপাশি রবের্ত লেভানদোভস্কি ও পেদ্রির গোলেও ছিলেন এসিস্টের ভুমিকায়। শেষদিকে রিয়ালকে সান্ত্বনার গোলটি এনে দেন করিম বেনজেমা।
এ নিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনার এটি ১৪তম শিরোপা। তবে চার দলের নতুন আঙ্গিকে শুরু হওয়া প্রতিযোগিতাটি প্রথম জিতল তারা।