Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজপথে লড়াইয়ের ডাক দিলেন এহুদ

নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ৮০ সহস্রাধিক ইসরাইলির বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জনগণকে ‘রাজপথের লড়াই’য়ের আহŸান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। বুধবার ইদিয়োথ আহরোনোথে প্রকাশিত নিবন্ধে তিনি জোর দিয়ে বলেছেন, ‘এটি একটি নির্বাচিত সরকার। এটি বৈধ। তবে এর কার্যপ্রণালী ও পরিকল্পনা অভ্যুত্থানকে উসকানি দেয়। ফলে একে অবৈধ করে তোলে।’ তিনি বলেন, ‘অতএব দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা এবং সুরক্ষার পাশাপাশি স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের স্বার্থে, সাম্যের স্বার্থে, ভ্রাতৃত্ব, মর্যাদা, অধিকার এবং স্বাধীনতার স্বার্থে রাজপথের লড়াইয়ে যোগ দেয়া প্রতিটি নাগরিকের কর্তব্য।’ শুধুমাত্র হিব্রু ভাষায় প্রকাশিত নিবন্ধটিতে আরো বলা হয়েছে, ‘রাস্তা, চত্ত¡র, কর্মক্ষেত্র এবং উচ্চ শিক্ষার স্থানগুলোতে বিক্ষোভের মাধ্যমে সংগ্রামের অবসান হবে। কারণ লাখ লাখ মানুষ রাজপথে নামতে চলেছে। এই দুষ্ট সরকারের পতন হবে।’ পরদিন একই সংবাদপত্রে প্রকাশিত আরেকটি নিবন্ধে বারাক হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘আমি শেষ থেকে আবার শুরু করব। লড়াই শুরু হয়েছে। এটি বাস্তব সতর্কবাণী।’ মিডল ইস্ট মনিটর এ খবর দিয়েছে। অপরদিকে, সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাসের জন্য বিচারিক সংস্কারের প্রতিবাদে তেল আবিবে ইসরাইলিদের বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন তারা। ইসরাইলি নতুন ডানপন্থি এই জোট সরকারের দেশের বিচার বিভাগকে সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে শনিবার তেল আবিবে ৮০ হাজারের বেশি ইসরাইলি বিক্ষোভকারী প্রতিবাদ-সমাবেশ করেন। নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন এই সরকারকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি বলে মনে করা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইলের নতুন ডানপন্থি জোট সরকার দেশের বিচার বিভাগের সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে শনিবার তেল আবিবে সমাবেশ করেছে ৮০ হাজারেরও বেশি ইসরাইলি। এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসরাইলের পার্লামেন্টের পক্ষে সুপ্রিম কোর্টের রায়গুলোকে বাতিল করা সহজ হবে। ইসরাইলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা স¤প্রতি উন্মোচন করেছেন নতুন ইসরাইলি বিচারমন্ত্রী। আর সেটি হলে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলোকে অগ্রাহ্য করার অনুমতি পাবে দেশটির পার্লামেন্ট। বিবিসি বলছে, শনিবার প্রতিবাদ-সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবিত পরিবর্তনকে গণতান্ত্রিক শাসনের ওপর আক্রমণ বলে বর্ণনা করেছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এবং উত্তরাঞ্চলীয় শহর হাইফাতেও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া তেল আবিবের প্রধান সড়ক আয়লোন হাইওয়ে অবরোধ করার চেষ্টা করার সময় একদল বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সমালোচকরা বলছেন, নেতানিয়াহু সরকারের এই সংস্কার পরিকল্পনা ইসরাইলের বিচারিক স্বাধীনতাকে পঙ্গু করবে, দুর্নীতিকে আরও উৎসাহিত করবে, সংখ্যালঘুদের অধিকার নষ্ট করবে এবং ইসরাইলের আদালত ব্যবস্থাকে বিশ্বাসযোগ্যতা থেকে বঞ্চিত করবে। আর এ কারণেই শনিবারের বিক্ষোভের ব্যানারে নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন জোটকে লজ্জার সরকার বলে উল্লেখ করা হয়েছে। ইহুদি এই দেশটির যেসব ব্যক্তি সম্ভাব্য এই সংস্কার পরিকল্পনার বিরোধিতা করছেন, তাদের মধ্যে ইসরাইলের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসথার হায়াত এবং দেশটির অ্যাটর্নি জেনারেলও রয়েছেন। তেল আবিবে বিবিসির সামান্থা গ্রানভিলে বিক্ষোভকারীদের ইসরাইলি পতাকার পাশাপাশি হিব্রু ভাষায় পোস্টার বহন করতে দেখেছেন এবং নেতানিয়াহুর মুখের ওপর ক্রস আঁকা ছবিও বহন করতে দেখেছেন। সেখানে একদল তরুণীর মুখে লাল রঙের হাতের ছাপ দেখা গেছে এবং তারা সরকারকে এটাই বোঝাতে চান যে, তারা আর চুপ থাকবেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বিক্ষোভকারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা-মা অগণতান্ত্রিক শাসন থেকে গণতন্ত্রে বসবাস করার জন্য (ইসরাইলে) অভিবাসন করেছিলেন। তারা স্বৈরাচারী শাসন থেকে এখানে স্বাধীনভাবে বাঁচতে এসেছিলেন। তাই (এখানকার স্বাধীনতা) ধ্বংস হতে দেখাটা হৃদয় বিদারক।’ বিবিসি বলছে, গত ডিসেম্বরে নেতানিয়াহুর নতুন জোট সরকার শপথ নেওয়ার পর ইসরাইলে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। ইহুদি এই দেশটির বিরোধী দলগুলো ‘গণতন্ত্র বাঁচাতে’ এবং পরিকল্পিত বিচারিক সংস্কারের প্রতিবাদে ইসরাইলিদের সমাবেশে যোগ দেওয়ার আহŸান জানিয়েছে। মিডল ইস্ট মনিটর, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ