মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি তার পূর্বসূরি মাহাথির মোহাম্মদের সঙ্গে আর শত্রæতাপূর্ণ সম্পর্ক চান না। এই মুহ‚র্তে তার প্রধান লক্ষ্য হচ্ছে দেশের নেতা হিসেবে নিজের দায়িত্ব পালন। সিএনবিসি ইন্দোনেশিয়া টিভির সাথে একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। আনোয়ার জানিয়েছেন, তিন আর মাহাথিরের কোনো মন্তব্য উপভোগ করতে চান না। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে এক প্রশ্নের জবাবে নতুন প্রধানমন্ত্রী আনোয়ার বলেছেন, ‘জনগণ আমাকে নির্বাচিত করেছে এবং কাজ করার জন্য তাদের ভোট দিয়েছে। আমি এর উপর মনোযোগ দিচ্ছি... তবে আমি এটাও চাই না যে, এটি চিরন্তন শত্রæতা (ড. মাহাথিরের সাথে) হিসাবে বিবেচিত হোক।’ গত কয়েক দশক ধরে আনোয়ার ও ড. মাহাথিরের মধ্যে শত্রæতাপূর্ণ সম্পর্ক চলে আসছে। ১৯৯০ এর দশকে মাহাথিরের আওতাধীনে উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন আনোয়ার। কিন্তু ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তাকে বরখাস্ত করেন এবং দুর্নীতি ও সমকামিতার দায়ে তাকে কারাগারে পাঠানো হয়। ২০১৮ সালে আনোয়ারের সাথে জোট বেঁধে পুনরায় ক্ষমতায় আসেন মাহাথির। তাকে প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতিও দেন মাহাথির। কিন্তু দুই বছরের মাথায় পুনরায় দুজনের মধ্যে দ্ব›দ্ব মাথাচাড়া দেয় এবং মাহাথির সরকার ভেঙ্গে দেন। এতে ভেস্তে যায় আনোয়ারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন। সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।