মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ার হিরাসাবেলে রাজ্যে পৃথক তিন স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো অন্তত ৫০ জন। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় শনিবার সেনাদের দ্বারা পরিচালিত একটি চেকপয়েন্টে প্রথম হামলার ঘটনা ঘটে। জঙ্গিগোষ্ঠী আল শাবাব হামলার দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হিরানের জালালাকসি এবং বুলোবার্ডে শহরে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। বুলোবার্ডে শহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। গত আগস্টে আল শাবাবের বিরুদ্ধে অভিযান শুরু করে ফেডারেল সরকারের সেনা ও সহযোগী মিলিশিয়ারা। গোষ্ঠীটি কয়েকটি অঞ্চল থেকে বিতাড়িত হওয়ার পর একের পর এক হামলা চালাচ্ছে। জালালাকসির দোকানদার সিনাব আবদুল্লাহি জানান, সেতুর কাছে একটি সরকারি বাহিনীর চেকপয়েন্টে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। তবে দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। জালালাকসির আরেক বাসিন্দা হুসেইন আবদিয়াসিস জানান, সরকারি বাহিনীর সদস্যরা দ্বিতীয় বিস্ফোরক বহনকারী গাড়িতে গুলি চালিয়ে হামলাকারীদের থামানোর চেষ্টা করেন। তিনি আরো বলেন, প্রথম বিস্ফোরণের পর আমরা গুলির শব্দ শুনতে পাই এবং তারপর আরেকটি বিস্ফোরণের শব্দ পাই। ভয়েস অব আমেরিকা, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।