মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সা¤প্রতি সময়ে উত্তাল পেরুতে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২ জন। রাজধানী লিমা ও আরও তিনটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির বর্তমান সরকার। শনিবার গভীর রাতে এ ঘোষণা আসে। দেশটির প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানা যায়। খবর এনডিটিভি। সরকারি গেজেটে প্রকাশিত একটি আদেশ অনুসারে, শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীকে জরুরি ব্যবস্থা ৩০ দিনের জন্য বলবৎ রাখার অনুমতি দেয়। স্থগিত করে রাখা হয়েছে আন্দোলন এবং সমাবেশের মতো বেশ কয়েকটি সাংবিধানিক অধিকার। রাজধানী ছাড়াও জরুরি অবস্থা জারি করা হয়েছে কসকো ও পুনো অঞ্চল এবং লিমা সংলগ্ন ক্যালাও বন্দরে। শনিবার পেরুজুড়ে ১০০টিরও বেশি রাস্তা অবরোধ করে রাখা হয়, বিশেষ করে বিক্ষোভের কেন্দ্রস্থল দক্ষিণে। এছাড়া লিমার আশেপাশেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অবশ্য কুসকো আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করেছে, যা পেরুর পর্যটন খাতের জন্য গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, অভিশংসন ভোট ঠেকাতে কংগ্রেস ভেঙে দিয়ে শাসন করার অভিযোগ আসার পর তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে পদ থেকে অপসারণ করা হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।