Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষুদে দর্শকের চাচ্চু ডাক শুনে ছুটে এলেন পাকিস্তানি দুই ক্রিকেটার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১:৩৯ পিএম

জহুর আহাম্মদ চৌধূরী ক্রিকেট স্টেডিয়ামের এক প্রান্তে প্র্যাকটিস করছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-এর দুই পাকিস্তানি ক্রিকেটার ওসমান খান এবং খোয়াজা নাফাই।

একই প্রান্তে গ্যালারি থেকে এক কিশোরি দর্শক ওসমান চাচ্চু, ওসমান চাচ্চু করে চিৎকার করছিলেন। ভালোবাসার এই চাচ্চু ডাক উপেক্ষা করতে পারেননি ওসমান ও খোয়াজা নাফাই। প্র্যাকটিসের ফাঁকে ছুটে আসেন এই কিশোরির কাছে। লোহার গ্রিলের এপার ওপার দাঁড়িয়ে হাত মেলান, ছবি তোলেন এই ক্ষুদে দর্শকের সাথে।

ঘটনাটি ঘটে শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে।

পরে ওই কিশোরির সাথে কথা বলে জানা যায়, তার নাম জান্নাতুন নাহার রিচি। সে চট্টগ্রাম ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। বাবা মায়ের সাথে সে বিপিএল-এর খেলা দেখতে এসেছে।

রিচি জানায়, সে ক্রিকেটের খুব ভক্ত, বাংলাদেশের সাকিব আল হাসান তার প্রিয় ক্রিকেটার। চট্টগ্রাম স্টেডিয়ামে খেলা দেখতে এসে ওসমান খান ও খোয়াজা নাফাইকে দেখে অনেক ভালো লেগেছে। ফলে প্র্যাকটিস চলাকালীন চাচ্চু চাচ্চু ডেকে সে তাদের মনযোগ আকর্ষন করে। এই চাচ্চু ডাকে এতোই আন্তরিকতা ছিলো যে সে ডাক উপেক্ষা করতে পারেনি ওসমান ও নাফাই। শেষ পর্যন্ত দুই ক্রিকেটারই কাছে এসে রিচির সাথে ছবি তুলেন এবং তাকে আদর করে দেন। যা দর্শক গ্যালারিতে অসংখ্য দর্শকের মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা তৈরি করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ