Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেন্টফোর্ডের পর লিভারপুলকে বড় হারের লজ্জা দিল ব্রাইটনও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:৩৪ এএম
ইংলিশ প্রিমিয়ার লীগের এবারের মৌসুমে সময়ের সাথে সাথে দুঃস্বপ্নের মত হয়ে  উঠছে লিভারপুলের কাছে।গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ ব্যবধানে অপ্রত্যাশিতভাবে হেরে যায় অল রেডসরা।গত ৮৪ বছরে যেটি ছিল ব্রেন্টফোর্ডের প্রথম লিভারপুল বধ।
 
সেই লজ্জার রেশ পুরোনো হতে না হতেই গতকাল ফের হতাশাজনক হার বরণ করে ইয়োহেন ক্লপের শিষ্যরা।ব্রাইটনের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে হেরেছে লিভারপুল।স্বাগতিকদের হয়ে জোড়া গোল করা সলি মার্চ পরে ড্যানি ওয়েলবেকের গোলেও অবদান রাখেন।এ নিয়ে লিগে পরপর দুই ম্যাচে তিনটি করে গোল হজম করল ইয়ুর্গেন ক্লপের দল। 
 
 
এই জয়ের পর ১৮ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে উঠে এসেছে ব্রাইটন। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া লিভারপুল ২৮ পয়েন্ট নিয়ে আটে আছে।১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্সেনাল।
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ