Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ জামালের কষ্টার্জিত জয়

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কষ্টার্জিত জয় পেয়েছে শিরোপা প্রত্যাশি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অন্যদিকে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে রুখে দিয়েছে নবাগত ফর্টিস ফুটবল ক্লাব। গতকাল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে নিজেদের পঞ্চম ম্যাচে শেখ জামাল ৩-২ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে। বিজয়ী দলের হয়ে স্টুয়ার্ট, মন্নাফ রাব্বি ও মভলিয়ানভ একটি করে গোল করেন। শেখ রাসেলের হয়ে দুই গোল শোধ দেন তালিপভ ও উদোহ। ম্যাচ জিতে পাঁচ খেলায় তিন জয় ও দুই ড্রতে ১১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে শেখ জামাল। এক ম্যাচ কম খেলে দু’টি করে জয় ও হারে ৬ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে শেখ রাসেল।
এদিন রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করে পুরান ঢাকার রহমতগঞ্জকে রুখে দিয়েছে ফর্টিস এফসি। পয়েন্ট খুঁইয়েও পাঁচ ম্যাচে এক জয় এবং দু’টি করে হার ও ড্রতে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রহমতগঞ্জ। চার ম্যাচে একটি করে জয় ও হারে এবং দুই ড্রতে ৫ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে নবাগত ফর্টিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ