Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঋতুস্রাবের জন্য ছুটি দিচ্ছে কেরালার বিশ্ববিদ্যালয়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দক্ষিণ ভারতের কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্প্রতি নতুন একটি ঘোষণা দিয়েছে। ঋতুস্রাবের কারণে অনুপস্থিতির প্রাতিষ্ঠানিক সুবিধা পাবেন ছাত্রীরা। ওই সময় যন্ত্রণা সহ্য করে হাজিরা দিতে হবে না তাদের। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কেরালার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি ছাত্রীদের জন্য বাড়তি ২ শতাংশ ছুটি ঘোষণা করেছে। প্রতি সেমিস্টারে ঋতুস্রাবের সময় এই ছুটি কাজে লাগাতে পারবেন তারা। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, পরীক্ষায় অংশ নেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে অন্তত ৭৫ শতাংশ হাজিরা বাধ্যতামূলক। ছাত্রীদের সেই হাজিরার হার কমিয়ে ৭৩ শতাংশ করা হয়েছে। ঋতুস্রাবের কারণ দেখিয়ে সেই বাড়তি ২ শতাংশ অনুপস্থিতির সুবিধা পাবেন। কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্রীরা দীর্ঘদিন ধরেই ঋতুকালীন এই ছুটির দাবিতে আন্দোলন করে আসছিলেন। এ জন্য তারা রাস্তায়ও নামেন। অবশেষে অন্তত চার হাজার ছাত্রীর আবেদনে সাড়া দিল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের সভাপতি নমিতা জর্জ বিষয়টিকে ‘বহু প্রতীক্ষিত ও প্রয়োজনীয়’ বলে মন্তব্য করেন। এদিকে কেরালার স্কুলে সম্প্রতি লিঙ্গসাম্যের দাবি উঠেছে। শিক্ষা দপ্তরে দেয়া একটি চিঠিতে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন জানিয়েছে, সব স্কুলের শিক্ষকদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ নয়, ডাকতে হবে ‘টিচার’। এ সম্বোধনকে অনেক বেশি লিঙ্গনিরপেক্ষ বলে মনে করা হচ্ছে। ডেকান ক্রনিকাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ