Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কাশ্মীর প্রসঙ্গে মার্কিন মধ্যস্থতার আলোচনাকে স্বাগত পাকিস্তানের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জম্মু ও কাশ্মীর বিরোধ নিষ্পত্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ শুক্রবার ইসলামাবাদে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তান-ভারত সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রসহ তৃতীয় পক্ষের মধ্যস্থতার ব্যাপারে পাকিস্তান সবসময়ই ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধের মূল বিষয় তথা জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানসহ এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও আলোচনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাকে স্বাগত জানিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খানের সাম্প্রতিক এক বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র এই জবাব দেন। মাসুদ খান তার বিবৃতিতে কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মধ্যস্ততার ইঙ্গিত দিয়েছিলেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ