Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভার্চুয়াল ব্যাংক চালু হচ্ছে থাইল্যান্ডে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

২০২৪ সালে তিনটি ভার্চুয়াল ব্যাংকের লাইসেন্স অনুমোদন দিতে যাচ্ছে থাইল্যান্ড। ব্যাংকগুলোর কার্যক্রম শুরু হবে ২০২৫ সালে। এর মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মত ভার্চুয়াল ব্যাংক চালু হবে। এ তথ্য জানিয়েছেন থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সহকারী গভর্নর থারিথ পানপিয়েমরাস। তিনি বলেন, এখন পর্যন্ত ১০টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। খুব শিগগিরই আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কম খরচে ব্যাংকিং সেবা গ্রাহকদের নিকট পৌঁছে দেবে এই নতুন ভার্চুয়াল ব্যাংকগুলো। এগুলো প্রথাগত ব্যাংকের মতই নিয়মনীতি মেনে পূর্ণ পরিসেবা প্রদান করবে। তবে ব্যাংকগুলোর শাখা স্থাপন ও নিজস্ব এটিএম চালানোর অনুমতি দেওয়া হবে না। ব্যাংকক পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ