Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের কর্তৃত্ববাদী আইন নিয়ে উদ্বেগ আইএফজে’র

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গত মাসে ইউক্রেনে চালু হওয়া নতুন একটি আইন গণতন্ত্রের জন্য পদ্ধতিগত সমস্যা সৃষ্টি করবে। এই আইনের ফলে গণমাধ্যমের স্বাধীনতার ওপরে সরকারের নিয়ন্ত্রণ ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাবে। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানায়। আইএফজে’র সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঞ্জার বলেন, গণমাধ্যম এবং সাংবাদিকদের বিরুদ্ধে ইউক্রেনীয় সরকারের এমন কর্তৃত্ববাদী আচরণ নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত আইএফজে এখন বিশ্বে সাংবাদিকদের সবথেকে বড় সংগঠন। গত মাসে ইউক্রেনে গণমাধ্যম নিয়ন্ত্রণে একটি নতুন আইন প্রণয়ন করা হয়। এর অধীনে দেশটির কর্তৃপক্ষ এখন গণমাধ্যমে প্রকাশিত কন্টেন্ট নিয়ন্ত্রণে আরও বেশি হস্তক্ষেপ করতে পারবে। ডিসেম্বর মাসেই জেলেনস্কি সরকারের এমন আইন নিয়ে উদ্বেগ জানিয়েছিল ইউক্রেনীয় সাংবাদিকদের সংগঠন ‘ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস অব ইউক্রেন’। এখন আইএফজে উদ্বেগ জানিয়ে বলেছে, এমন আইনের ফলে ইউক্রেনের মিডিয়া সরকার ও পার্লামেন্টের অধীনস্থ হয়ে পড়বে। সাংবাদিকদের আরেক সংগঠন ‘ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ট্রেড ইউনিয়ন অব ইউক্রেন’ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই আইনের ফলে ইউক্রেনের গণমাধ্যমগুলো রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে প্রেসিডেন্ট জেলেনস্কির সিদ্ধান্তের কাছে বন্দী হয়ে গেলো। এখন থেকে জেলেনস্কি চাইলেই যে কোনো গণমাধ্যমের মিডিয়া লাইসেন্স কেঁড়ে নিতে পারবেন। প্রথাগত পদ্ধতি কিংবা আদালতকে না জড়িয়ে একার সিদ্ধান্তেই মিডিয়া বন্ধ করে দেয়া সম্ভব এখন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ