মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য নতুন রেকর্ড ছুঁয়েছে। গত বছর দুই দেশের মধ্যে মোট ১৯০ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। শুক্রবার চীনের কাস্টমস থেকে প্রকাশিত এক নথিতে এই রেকর্ডের বিষয়ে জানা যায়। এরমধ্যে চীন থেকে রপ্তানি হয়েছে ৭৬.১ বিলিয়ন ডলার। অপরদিকে রাশিয়া থেকে চীনে গিয়েছে ১১৪.১ বিলিয়ন ডলারের পণ্য। আরটি জানিয়েছে, ২০২২ সালে রাশিয়ায় চীনের রপ্তানি বেড়েছে ১২.৮ শতাংশ। অপরদিকে চীনে রাশিয়ার রপ্তানি বেড়েছে ৪৪ শতাংশ। শুধুমাত্র ডিসেম্বর মাসেই দুই দেশের মধ্যে প্রায় ১৮ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। গত বছর যেসব দেশের সঙ্গে চীনের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে তার তালিকা তৈরি করেছে বেইজিং। এতে দেখা গেছে, রাশিয়া ওই তালিকার প্রথমে রয়েছে। ২০২৪ সাল নাগাদ রাশিয়া-চীন বাণিজ্যের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে দুই দেশ। তবে এর আগেই সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।