Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সৃষ্টিকর্তাকে ‘নিষ্ঠুর’ বলায় পাকিস্তানে যুবক গ্রেফতার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সৃষ্টিকর্তাকে নিষ্ঠুর হিসেবে অভিহিত করায় পাকিস্তানে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে ধর্ম অবমাননার কঠিন আইনে গ্রেফতার দেখানো হয়েছে। পাকিস্তানের ব্লাসফেমি বা ধর্ম অবমাননায় অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। দেশটিতে এ আইনের অন্যতম প্রধান সমস্যা হলো— কি করলে বা বললে এটি ধর্ম অবমাননার সামিল হবে সেটির পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই। জানা গেছে, ওই যুবকের ছদ্মনাম ‘প্রেম কুমার’। ২০২২ সালের ২২ নভেম্বর হঠাৎ করে নিখোঁজ হন তিনি। এরপর তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। অবশেষে ২৭ ডিসেম্বর প্রেম কুমারের খোঁজ মেলে। কিন্তু পরিবারের সদস্যরা জানতে পারেন ধর্ম অবমাননার কারণে তিনি জেলে আছেন। প্রেম কুমার কোন ধর্মের অনুসারী সেটি অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। তবে পাকিস্তানের কিছু গণমাধ্যম জানিয়েছে, ওই যুবক হিন্দু ধর্মাবলম্বী। কঠিন আইনে গ্রেপ্তার ওই যুবক টুইটারে পরিবারের এক সদস্যের মৃত্যুর ব্যাপারে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন। এছাড়া ওই পোস্টে লিখেছিলেন, ‘আমাদের বোনদের প্রতিদিন বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে।’ এরমাধ্যমে হিন্দু যুবতীদের মুসলিম যুবকদের বিয়ে করে ধর্মান্তরিত করার বিষয়টি ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বিটার উইন্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ