Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের প্রতিষ্ঠানকে ১৬ লাখ ডলার জরিমানা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানকে কর জালিয়াতির জন্য ১৬ লাখ ডলার জরিমানা করেছে নিউ ইয়র্কের একটি আদালত। ট্রাম্প যখন আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তখন তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রায় প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে রয়টার্স। ব্যবসায়িক রেকর্ড জাল করার মাধ্যমে প্রতারণা এবং কর ফাঁকি দেওয়ার অভিযোগে গত মাসে দোষী সাব্যস্ত হয়েছিল ট্রাম্প অর্গানাইজেশনের অঙ্গ প্রতিষ্ঠান ট্রাম্প কর্পোরেশন ও ট্রাম্প পেরোল কর্পোরেশন। বিচারে ১৭টি অভিযোগ প্রমাণিত হয় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে। অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। মামলায় সরকার পক্ষের কৌঁসুলি ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ রায়ের পর বলেছেন, ‘যদিও কর্পোরেশনগুলো কারাভোগ করতে পারে না, এরপরও দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা কর্পোরেশন ও নির্বাহীদের জন্য একটি বার্তা যে, আপনি কর কর্তৃপক্ষের সাথে প্রতারণা করতে পারবেন না এবং এটি থেকে বেরিয়ে যেতে পারবেন না।’ ট্রাম্প অর্গানাইজেশন বর্তমানে ট্রাম্পের দুই ছেলে- ডোনাল্ড জুনিয়র ও এরিক পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ২০০৫ থেকে ২০২১ সালের মধ্যে শীর্ষ কর্মকর্তাদের দেওয়া ক্ষতিপূরণের তথ্য গোপন করেছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ