Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করলেন হুইপ আতিক

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ২:১৫ পিএম

শেরপুরে বিনোদনের ভিন্নমাত্রা নিয়ে যাত্রা শুরু করলো শিল্প ও বাণিজ্য

মেলা। ১৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফিতা কেটে মাসব্যাপী মেলার
আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.
আতিউর রহমান আতিক এমপি। জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শেরপুর
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মেলার উদ্বোধন হয়।

শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান
রওশনের সভাপতিত্বে ও অজয় চক্রবর্তী জয়’র সঞ্চালনায় মেলা প্রাঙ্গণে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ মেলায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিউর রহমান আতিক বলেন, আমরা সুষ্ঠু
ও সুন্দর বিনোদনের মাধ্যমে শেরপুরটাকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে চাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম
মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল
আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, শেরপুর
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, পৌর
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল।

এসময় শেরপুর জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাবেক
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক
মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা,
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, শেরপুর জেলা জাতীয়
মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, সদর উপজেলা পরিষদ মহিলা
ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক
তারিকুল ইসলাম ভাসানী, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির
সহ-সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন, পরিচালক মনির উদ্দিন আহমেদ, মো. খুরশিদ
আলম মিঠু, নির্মল সাহা, সহ সচিব তন্ময় বণিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি
মো. শরিফুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ
সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংবাদিক ইউনিয়েনর সভাপতি মানিক দত্তসহ শেরপুর
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন
ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, মেলা পরিচালনা কমিটির
নেতৃবৃন্দ ও উদ্যোক্তাগণসহ বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরই আতশবাজি উৎসব মেলা প্রাঙ্গণকে মাতিয়ে তোলে। আকর্ষণ করে
দর্শনার্থীদের। মেলায় থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন স্টল, দেশীয়
প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির প্যাভিলিয়ন, সাধারণ স্টল, শিশুদের বিনোদনমূলক
রাইডস ও খাবারের দোকানসহ জমজমাট আয়োজন দর্শণার্থীদের নজর কাড়বে। মেলায়
বেশ ভিন্নতা এসেছে। ডিজিটাল নাগরদোলা, ইলেকট্রিক নৌকা, ডিজিটাল ট্রেন সহ
শিশুদের জন্য মেলায় বাড়তি বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। আনা হয়েছে
উন্নতমানের ব্যতিক্রমী হরেক রকমের রাইডস। এছাড়াও দর্শণার্থীদের
সুবিধার্থে মেলা প্রাঙ্গণে তৈরী করা হয়েছে অস্থায়ী নামাজ আদায় কেন্দ্র ও
শৌচাগার। মেলা ঘিরে পুরো মাঠকে বর্ণিল সাজে সাজানো হয়। নান্দনিক সাজ ও
আলোর ফোয়ারায় সাজিয়ে তোলা হয় মেলা প্রাঙ্গণ। উদ্বোধনের দিন মেলা চত্বরে
দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ