Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়ে তীর চালিয়ে রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

রেকর্ড গড়ার নেশায় মানুষ কত কী না করেন। মানুষের ক্রীড়াশৈলী তাক লাগিয়ে দেয় অন্যদের। গণমাধ্যমের কল্যাণে এরূপ ক্রীড়াশৈলী মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মহিলার পায়ে তীরন্দাজ করার ভিডিও।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এ ভিডিওতে দেখা যায়, মহিলা তীরন্দাজ তার পায়ে তীর ছুঁড়ে তার হাতের ওপর দাঁড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করেছেন।
ওড়িশা নামের এ মহিলা একটি তুষারময় জায়গায় রয়েছেন। তিনি তীরটিতে আগুনে জ্বালিয়ে ধনুকটি পায়ে ধারণ করছেন। পায়ে ধনুক ধরে হাতের সাহায্যে স্ট্যান্ডে নিজেকে ভারসাম্যপূর্ণ করেন তিনি। এরপর, মহিলা তীর ছুঁড়ে সামনের বোর্ডে গাঁথা বেলুনটির লক্ষ্যভেদ করেন।
উল্লেখ্য, ওড়িশা কেলি একজন আন্তর্জাতিক তীরন্দাজ যিনি তার পায়ে তীর-ধনুক ধারণ করেছেন এবং ব্রিটেনের গট ট্যালেন্টেও অংশ নিয়েছেন। হলিউডের ব্লকবাস্টার ফিল্ম ওয়ান্ডার ওমেনেও অভিনয় করেছেন ওড়িশা। সূত্র : জে এন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ