Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি আছেন, রোনালদো কই?

ফিফা দ্য বেস্ট বর্ষসেরার দৌড়ে এগিয়ে আর্জেন্টাইন স্কালোনিও

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সদ্য শেষ হওয়া ২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ফরাসি ক্লাব পিএসজির আক্রমণভাগের তিন মহাতারকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং নেইমার এবং রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচের নাম রয়েছে সে তালিকায়। তাছাড়া ফিফার বর্ষসেরার দৌঁড়ে মেসি-নেইমারদের সঙ্গে রয়েছেন রবার্ট লেভান্দোভস্কি, সাদিও মানে, আর্লিং হালান্ড, আশরাফ হাকিমির মত তারকারাও। তবে অনুমিতভাবেই বাদ পড়েছেন কদিন আগে সাউদী আরবে পাড়ি জমানো ৩৮ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেডে দুরবস্থার পর বিশ্বকাপেও ফর্মহীন ছিলেন রোনালদো। পারফরম্যান্স এতটাই পড়তির দিকে ছিল যে অধিনায়ক হয়েও বিশ্বকাপে কয়েক ম্যাচ বেঞ্চে থেকে শুরু করতে হয়েছিল ৫ বারের ব্যাল ডি-অর জয়ীকে। তিতা সত্যিটা হচ্ছে বয়সটা বিশাল একটা ব্যাপার এই পর্তুগিজের জন্য। যে বয়সে সবাই ফুটবল ছেড়ে পরিবারকে সময় দেয় বা কোচিংয়ে মনোনিবেশ করে, রোনালদো সেই বয়সেও পৃথিবীর সবচেয়ে কঠিন লিগের অংশ ছিলেন। তাছাড়া গতবছরের এপ্রিলে তার শিশু সন্তানের মৃত্যুর পর আছেন ভুগছেন মানুষিক অবসাদে। বছরজুড়েই গোলহীনতার যন্ত্রণায় ঘুরপাক খাওয়া রোনালদোর জন্য তাই সেরার দৌড়ে আসাটা এক প্রকার অসম্ভবই ছিল।
অন্যদিকে মৌসুমের শুরু থেকেই পিএসজির জার্সিতে পুরনো মেসির দেখা পাওয়া গেছে। জাতীয় দলের জার্সিতে তো স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন গ্রহের অন্যতম সেরা এই ফুটবলার। চ্যাম্পিয়ন হয়ে কাতারে যাওয়া ফ্রান্সকে হারিয়ে ছুঁয়ে দেখেছেন পরম আরাধ্য বিশ্বকাপ। ক্লাব ক্যারিয়ারে কয়েক মৌসুম ধরে চোট আর ফর্ম নিয়ে চাপ থাকলেও চলতি মৌসুমে পিএসজির হয়ে ছন্দ খুঁজে পেয়েছেন নেইমারও। চোট সমস্যায় বিশ্বকাপে ব্রাজিল বেশি কিছু করতে না পারলেও নেইমার ছিলেন উজ্জ্বল। আর কিলিয়ান এমবাপ্পে তো ক্রমেই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। কী ক্লাব, কী জাতীয় দল, সবখানেই এমবাপ্পের জয়জয়কার। ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে না পারলেও দলকে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে তোলার অন্যতম কুশীলব এই তরুণ ফরোয়ার্ড।
একই সঙ্গে ২০২২ সালের ফিফা বর্ষসেরা কোচ হওয়ার অপেক্ষায় আছেন আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল স্কালোনি। কোপা আমেরিকা, ইতালির বিপক্ষে দ্য ফাইনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা জেতায় বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে স্বাভাবিকভাবে এগিয়ে আছেন আর্জেন্টিনার স্কালনি। তবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আরও চারজন। ফ্রান্সকে কাতার বিশ্বকাপের ফাইনালে তোলা দিদিয়ের দেশমের সাথেই মুলত লড়াইটা হবে স্কালোনির। সঙ্গে আরও আছেন রিয়াল মাদ্রিদকে ২০২১-২২ মৌসুমে স্প্যানিশ লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। এ ছাড়া ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতানো কোচ পেপ গার্দিওলা ও মরক্কোকে কাতার বিশ্বকাপের সেমিতে নেওয়া ওয়ালিদ রেগরাগুইও আছেন বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে।
প্রকাশিত তালিকা থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি বর্ষসেরাদের নাম ঘোষণা করবে ফিফা। এর আগে চলবে ভোট গ্রহণ। ফিফার সদস্যভুক্ত দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি ও সমর্থকরা ভোট দেওয়ার সুযোগ পান।
ফিফা বর্ষসেরা ফুটবলারের তালিকা : লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি), করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা/ম্যানসিটি), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড/ডর্টমুন্ড), কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম/ম্যানসিটি), আর্লিং হলাল্ড (নরওয়ে/ম্যানসিটি), আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি), রবার্ট লেভান্দোভস্কি (পোল্যান্ড/বার্সেলোনা), সাদিও মানে (সেনেগাল/বায়ার্ন মিউনিখ), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ), নেইমার (ব্রাজিল/পিএসজি), মোহাম্মদ সালাহ (মিসর/লিভারপুল), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ