Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কষ্টের জয় বসুন্ধরার, বড় ব্যবধানে জিতল আবাহনী

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের মর্যাদার আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস কষ্টের জয় পেলেও বড় ব্যবধানে জিতল ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। এছাড়া লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় দশজনের স্বাগতিক দল ১-০ গোলে হারায় বাংলাদেশ পুলিশ এফসিকে। বিজয়ী দলের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ একমাত্র জয়সূচক গোলটি করেন। তবে ৭৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার কারণে লাল কার্ডের শিকার হয়ে মাঠ ছাড়েন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার সোহেল রানা। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে কিংসরা। ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো বসুন্ধরা। সমান ম্যাচে এক জয় এবং দু’টি করে ড্র ও হারে ৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠস্থানে পুলিশ।
এদিন কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই আবাহনীর লড়াইয়ে বড় ব্যবধানে জিতল ঢাকা। নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ৫-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ী দলের হয়ে এলিটা কিংসলে দুটি এবং কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস, মেহেদী হাসান ও নাবীব নেওয়াজ জীবন একটি করে গোল করেন। চট্টগ্রাম আবাহনীর পক্ষে এক গোল শোধ দেন নাইজেরিয়ান ওজোকো ডেভিড। ম্যাচ জিতে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রতে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। চার ম্যাচে দু’টি করে ড্র ও হারে মাত্র ২ নিয়ে দশম স্থানে চট্টগ্রাম আবাহনী।
অন্যদিকে একই দিনে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে ময়মনসিংহ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে হারায় আজমপুর ফুটবল ক্লাব উত্তরাকে। ম্যাচের ৫৯ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন নাজিম। পাঁচ ম্যাচে এক জয় ও চার হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানী থেকে নবম স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা। চার ম্যাচ খেললেও এখনো কোন পয়েন্ট না পাওয়া আজমপুরের অবস্থান সবার শেষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ