Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে নৌশক্তি বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চীনের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও জাপান সাগরে যৌথ শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিতে যাচ্ছে। পারস্পরিক সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র মিত্র দেশ জাপানের ভূখণ্ডে আরো ক্ষমতাসম্পন্ন নৌশক্তির পরিধি বাড়াবে বলে জানানো হয়েছে। ওয়াশিংটন সূত্রে বুধবার এই কথা জানা যায়। কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্রের এশীয় মিত্র জাপান তাদের ইতিহাসে সবচেয়ে উচ্চাভিলাষী সামরিক ব্যয়ের পরিকল্পনা প্রকাশ করে। ওই সময় টোকিও দাবি করে, চীন ও উত্তর কোরিয়ার সৃষ্ট আঞ্চলিক হুমকি বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই তাদের এই মহাপরিকল্পনা। এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা প্রকাশের পর জাপান তার প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের ওয়াশিংটনে পাঠায়। দুই পক্ষের মধ্যে বৈঠকের পর জাপানে যুক্তরাষ্ট্রের সহায়তায় সামরিক উপস্থিতি বাড়ানোর এই নতুন পরিকল্পনা সামনে এলো। বুধবার প্রকাশিত বিবৃতিতে ‘ক্রমবর্ধমানভাবে মারাÍক হওয়া নিরাপত্তা পরিবেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে জোটের আধুনিকায়নের’ অঙ্গীকারের কথা বলা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, জাপানি পররাষ্ট্রমন্ত্রী হায়াসি ইয়োশিমাসা ও প্রতিরক্ষামন্ত্রী হামাদা ইয়াসুকাজুর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, জাপানে বিদ্যমান ‘১২তম মেরিট রেজিমেন্ট’ পুনর্গঠন করে ‘১২তম মেরিন লিটোরাল রেজিমেন্টে’ রূপ দেওয়া হবে। তিনি বলেন, নতুন এই নৌ ইউনিট হবে আরো ক্ষিপ্র, আরো সক্ষম এবং আরো ভয়ংকর। জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বশেষ প্রতিরক্ষা আলোচনার ভিত্তিতে প্রস্তাবিত মেরিন লিটোরাল রেজিমেন্টটি আকাশ ও সমুদ্রে সমান প্রভাব বিস্তার করতে পারবে। বিশেষ করে তাইওয়ানের কাছে জাপানি দ্বীপ ওকিনাওয়ায় এই ইউনিট মোতায়েন করা হবে, যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আরো জানান, পুনর্গঠিত ইউনিটটি ২০২৫ সাল নাগাদ মোতায়েন করা হবে। সিএনএন, এএফপি ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ