মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শিশুদের সুরক্ষায় আলিঙ্গন ও হাত ধরা নিষিদ্ধ করেছে ব্রিটেনের একটি স্কুল। স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সমালোচনার ঝড় তুলেছেন অনেক অভিভাবক। এসেক্স ক্রনিকল সংবাদমাধ্যম জানিয়েছে, চেসমফোর্ড এসেক্সের হাইল্যান্ডস স্কুলে শিক্ষার্থীদের রোমান্টিক সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল ফোনও ব্যবহার করা যাবে না স্কুলে। যদি কারও মোবাইল ধরা পড়ে তাহলে দিনের বাকি সময় নিজেদের লকারে রেখে দিতে হবে। প্রশাসনের এমন কঠোর নীতি কোনও কোনও অভিভাবক সমালোচনা করলেও আবার সাধুবাদ জানিয়েছেন অনেকে। শিক্ষার্থীরাও সমর্থন করেছে। অবশ্য শিক্ষার্থীদেরও ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগও উঠেছে। সহকারী প্রধান শিক্ষক ক্যারিন ম্যাকমিলন এক চিঠিতে জানিয়েছেন, ‘কোনও ধরনের শারীরিক সংস্পর্শকে অনুমতি দেবে না বিদ্যালয়’। স্কুলের চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আলিঙ্গন, হাত ধরা, কাউকে চড় মারা ইত্যাদি নিষিদ্ধ। চিঠিতে অভিভাবকদেরও বিষয়টি অবগত করা হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, ‹আপনার সন্তানকে নিরাপদ রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি আপনার শিশু অন্য কাউকে স্পর্শ করে, তারা সম্মতি দিক বা না দিক যেকোনও কিছুই ঘটতে পারে। কেউ আহত হতে পারে, কেউ অস্বস্তি বোধ করতে পারে। আমরা চাই আপনার সন্তান সত্যিকারের ইতিবাচক বন্ধুত্ব গড়ে তুলুক। যা আজীবন থাকবে। আমরা হাইল্যান্ডে রোমান্টিক সম্পর্কের অনুমতি দিই না। তবে আপনার অনুমতি নিয়ে অবশ্যই আপনার সন্তান স্কুলের বাইরে এই সম্পর্ক করতে পারে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।