মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ উঠেছে। এবার বর্ণবাদবিরোধী আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’-এর সহপ্রতিষ্ঠাতা প্যাট্রিসে কুলোরস-এর চাচাতো ভাই কিনান অ্যান্ডারসন নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ টেজার অস্ত্র ব্যবহার করে তাঁকে কয়েক দফায় বৈদ্যুতিক শক দিয়েছিল এবং সড়কের ওপর চেপে ধরেছিল। এর কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। এটি ৩ জানুয়ারির ঘটনা। লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ (এলএপিডি) ইতিমধ্যে বডি ক্যামেরা (পুলিশের শরীরে যুক্ত ক্যামেরা) ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা অ্যান্ডারসনকে চেপে ধরে মাটিতে ফেলে দিচ্ছেন। তখন অ্যান্ডারসন ওই পুলিশ কর্মকর্তাদের কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। একপর্যায়ে তিনি বলে ওঠেন, ‘তাঁরা আমার অবস্থা জর্জ ফ্লয়েডের মতো করার চেষ্টা করছে।’ ২০২০ সালের মে মাসে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশ সদস্যদের হাতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েড নিহত হন। ৩১ বছর বয়সী কিনান অ্যান্ডারসন পেশায় শিক্ষক ছিলেন। তিনি ওয়াশিংটন ডিসি এলাকায় থাকতেন। অ্যান্ডারসন লস অ্যাঞ্জেলেসে কেন এসেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।