Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান মান্নান বরখাস্ত

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মান্নানকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বহিস্কৃত মান্নান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও থানা বিএনপির সেক্রেটারী। গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ২০১৩ সালের ৭ ডিসেম্বর দায়েরকৃত একটি ও ২০১৫ সালের ৫ ও ১২ জানুয়ারি দায়েরকৃত দুটি মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। ফলে উপজেলা পরিষদ আইনের ১৩ খ (১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞা জানান, উপজেলা চেয়ারম্যান মান্নানের বহিস্কার আদেশ গত বুধবার পেয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান মান্নান বরখাস্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ