Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নগরীতে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা নিয়ে রাসিকের সভা

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : মহানগরীতে এভিয়েন ইনফ্লুয়েঞ্জায় কাকের মৃত্যুর সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র মোঃ নিযাম উল আযীম গতকাল প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুনের সঙ্গে বিষয়টি নিয়ে মতবিনিময় করেছেন। বিকেলে মেয়র সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিষয়টি খতিয়ে দেখে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে দিকনির্দেশনা প্রদান এবং এ রোগ যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন থেকে পরিচ্ছন্ন কর্মীদের পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করতে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও পরবর্তী করণীয় নির্ধারণে সিভিল সার্জন, প্রাণীসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে আগামী ২৪ ফেব্রæয়ারি বুধবার সমন্বয় সভা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাসিকের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোঃ হাবিবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন, পরিচ্ছন্ন সুপারভাইজারসহ সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নগরীতে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা নিয়ে রাসিকের সভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ