Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের গ্রুপে মালদ্বীপ ইরান, মিয়ানমার

অলিম্পিক ফুটবল বাছাই

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের নারী ফুটবলের বাছাইয়ে খেলবে বাংলাদেশ জাতীয় নারী দল। আগামী ৩ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অলিম্পিক গেমস নারী ফুটবলে এশিয়ার বাছাই পর্ব-১ অনুষ্ঠিত হবে। এই পর্বে এশিয়ার ২৬টি দেশকে খেলতে হবে। এশিয়ার বাছাই পর্ব-১ এর গ্রুপ নির্ধারণের জন্য গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এশিয়া অঞ্চলের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ মিয়ানমার, ইরান ও মালদ্বীপ। তবে এই গ্রুপের খেলা কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক করেনি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। খেলা হবে সাতটি গ্রুপে। সাতটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল রাউন্ড-২ এ খেলবে। অলিম্পিক গেমস নারী ফুটবল বাছাইয়ের জন্য ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকাররা। জাতীয় নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে এখন নিবির অনুশীলনে মগ্ন সাবিনা বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ