Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের বালক দ্বৈতের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল রমনাস্থ শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক দ্বৈতের সেমিফাইনালে স্বাগতিক দলের জাওয়াদ ও তুষার জুটি ৬-৪, ১-৬, ১০-৮ গেমে মায়ানমারের সার সেই এবং দার জুটিকে হারিয়ে ফাইনালে ওঠে। এই বিভাগের আরেক সেমিফাইনালে পাকিস্তানের রোমান ও তালহা জুটি ৬-০, ৬-১ গেমে মালদ্বীপের নাজিহ ও নিয়াজ জুটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এদিকে কাল অনুষ্ঠিত বালিকা এককের ফাইনালে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং ৬-২, ৬-২ গেমে মায়ানমারের থাই হায়াত মিন্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। বালক এককের সেমিফাইনালে পাকিস্তানের হামজা রোহান ৬-১, ৬-২ গেমে চাইনিজ তাইপের ইয়েন লিও কে এবং পাকিস্তানের আবু বকর তালহা ৬-৪, ৬-৩ গেমে চাইনিজ তাইপের শাও চি ছুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। আজ দুপুরে শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক দ্বৈতের পাশাপাশি বালক একক ও বালিকা দ্বৈতের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ