Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাবাও কাপে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে সেমিফাইনালে সাউথ্যাম্পটন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১২:৪৩ পিএম | আপডেট : ২:২১ পিএম, ১২ জানুয়ারি, ২০২৩
বড়সড় এক অঘটনের শিকার হল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে থাকা স্কাই ব্লুজরা গতকাল ইংল্যান্ডের ঘরোয়া ফুটবল লিগ কাপের (কারাবাও কাপ) বিদায় নিয়েছে সেমিফাইনালের আগেই।গতকাল কোয়ার্টার ফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকায় তলানিতে থাকা সাউথ্যাম্পটনের কাছে ২-০ গোলে হেরে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
 
ফলে এ নিয়ে টানা দুইবার কারবাও কাপের সেমিফাইনালে উঠতে পারলো না ম্যানচেস্টার সিটি। তবে এর আগে ২০১৪ সাল থেকে ইংলিশ ফুটবলের অপেক্ষাকৃত কম জনপ্রিয় এই টুর্নামেন্ট ৬ বার জিতেছে সিটি। 
 
এদিন স্কোরলাইন দেখে অনেকে ম্যাচে সাউথ্যাম্পটন খুব ভালো খেলেছে বলে ভুল ধারণা করতে পারেন।ম্যাচের ৭২ শতাংশ সময় বল ছিল সিটির ফুটবলারদের দখলে। তবে বিস্ময়করভাবে এত বিশাল সময় বল পজিশন ধরে রেখেও লক্ষ্যে একটি শটও নিতে পারেনি তারা। উল্টো দিকে প্রথমার্ধের ২৩ ও ২৮তম মিনিটে দুই গোল পাওয়া সাউথ্যাম্পটন ম্যাচের বাকিটা সময় রক্ষণ ভালোভাবে সামলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
 
 
 
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ