Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনে ঝালমুড়ির স্টল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সোশ্যাল মিডিয়ায় হামেশাই নানান মজার কাহিনী ভাইরাল হয়। তবে এমন কাহিনী নজর কেড়েছে নেটিজেনদের। ট্রেন-বাস হোক অথবা কোথাও ঘুরতে গিয়ে ঝালমুড়ি ভারতীয়দের বিশেষ করে বাঙালিদের অন্যতম সেরা পছন্দের খাবারের মধ্যে একটি। আর এবার সেই ঝালমুড়ির প্রেমে বুঁদ এক ব্রিটিশ নাগরিক।

নিজের চাকরি ছেড়ে বিদেশের রাস্তায় দিয়েছেন ঝালমুড়ির স্টল। এমন কাহিনী শুনে বিস্মিত সকলেই। ব্রিটেনের রাস্তায় দাঁড়িয়ে দেদার ঝালমুড়ি বিকোচ্ছেন এক ব্যক্তি। আর সেই ছবি তোলপাড় ফেলেছে নেটপাড়ায়। একেবারে দেশি স্টাইলে, ঝালমুড়ি মেখে তেঁতুলের চাটনি ও আচার যোগে তা পরিবেশন করছেন ক্রেতাদের কাছে। ভিডিওটি লন্ডনের দ্য ওভালের।

ভিডিওতে দেখা যাচ্ছে যে ব্যক্তিকে তিনি হলেন অ্যাঙ্গাস ডেনুন, যিনি পেশায় ছিলেন একজন ব্রিটিশ শেফ। বর্তমানে ঝালমুড়ির প্রেমে পড়ে লন্ডনের রাস্তায় খুলেছেন তার ঝালমুড়ির ব্যবসা। ভাইরাল এ ভিডিওটি ভিডিওটি ২০১৯ সালের, যখন তাকে বিশ্বকাপের সময় ঝালমুড়ি বিক্রি করতে দেখা গিয়েছিল। আর তারপরই তিনি রাতারাতি হয়ে ওঠেন ইন্টারনেট সেনসেশন।

তিনি নিজেই জানান, ২০০৫ সালে তিনি কলকাতায় গিয়েছিলেন এবং এখানকার ঝালমুড়ি, স্ট্রিট ফুড তার এতটাই ভাললাগে যে, দেশে ফিরে তিনি তা বিক্রি শুরু করেন। একই সঙ্গে তিনি ফুচকা, লাস্যিও বিক্রি করেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ