মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক বাইকে গোটা পরিবার! সাত জন সদস্য এবং দুটি পোষ্য। সঙ্গে সংসারের টুকিটাকি। গত নভেম্বরে এ দৃশ্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা দেখে চমকেছিল গোটা ভারত। ওই কাণ্ড ঘটেছিল প্রয়োজনে। এবার স্রেফ কেরামতি দেখাতে তিনটি বাইকে চড়লেন ১৪ জন যুবক। যথারীতি সেই ভিডিও ভাইরাল হয়েছে। চোখ কপালে উঠেছে নেটিজেনদের। যদিও ঝুঁকিবহুল স্টান্ট দেখাতে গিয়ে বেকায়দায় পড়েছেন ওই যুবকেরা। পুলিশ আটক করেছে তাঁদের। আটক করা হয়েছে তিনটি বাইক।
ভয়ংকর স্টান্টের ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি বাইকে ৬ জন যুবক। অন্যটিতে ৪ জন করে রয়েছেন। এই অবস্থাতেই ব্যস্ত সড়ক পথে চলেছে বাইকগুলো। উল্লেখ্য, আইন অনুয়ায়ী একটি বাইকে দু’জন ব্যক্তি চড়তে পারেন। ফলে ভাইরাল ভিডিও হাতে পেতেই তৎপর হয় পুলিশ। বরেলির দেওরানিয়া থানায় অভিযোগ দায়ের করে পুলিশ। পরে অভিযুক্ত যুবকদের খুঁজে বার করা হয়। এ বিষয়ে বারেলির এসএসপি অখিলেশ কুমার চৌরাসিয়া বলেন, ‘খবর পেতেই ব্যবস্থা নেয়া হয়েছে। বাইক বাজেয়াপ্ত করা হয়েছে’। অখিলেশ জানান, অভিযুক্তদের আটক করে জেরা করা হচ্ছে। সূত্র : সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।