Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ক্যাবরেরাতেই আস্থা বাফুফের

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার উপড় ফের আস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এক বছরের জন্য জামাল ভূঁইয়াদের কোচের দায়িত্ব নিয়ে গত বছরের জানুয়ারির শুরুতে কাজে যোগ দেন ক্যাবরেরা। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি ছিল তার। চুক্তির মেয়াদ শেষে আরও এক বছরের জন্য তাকেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
আগেই আভাস ছিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ক্যাবরেরার চুক্তির মেয়াদ বাড়ছে। অবশেষে আনুষ্ঠানিকভাবেই তার সঙ্গে আরও এক বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছে বাফুফে। গতকাল এ ঘোষণা দেন বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, এমপি। নতুন চুক্তি অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের ভূমিকায় থাকবেন ক্যাবরেরা। কাল এক ভিডিও বার্তায় কাজী নাবিল আহমেদ বলেন, ‘স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এক বছর ধরে বাংলাদেশ ফুটবলের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আলোচনা করেই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমাদের জাতীয় দল কমিটি। ক্যাবরেরার কাছে আমরা একটি চুক্তিপত্র পাঠিয়েছিলাম। আমাদের উভয় পক্ষের সেই চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়ে গেছে। কোচও ইতোমধ্যে বাংলাদেশে চলে এসেছেন।’
তিনি যোগ করেন,‘এ বছর আমাদের যে কাজগুলো আছে, গত বছরের আলোকে সেগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে। চলতি বছর আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ খেলা আছে। বিভিন্ন টুর্নামেন্টের বাছাই পর্ব আর ফিফা উইন্ডোর খেলা আছে। জাতীয় অনূর্ধ্ব-২৩ দল ও যুব দলের খেলাও আছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ফেডারেশনের কাপ টুর্নামেন্টের সঙ্গে আমাদের জাতীয় দলের কার্যক্রমও অব্যাহত রাখতে পারবো আশাকরি।’
বাংলাদেশ ফুটবলকে সঙ্গ দিতে বাফুফের সঙ্গে নতুন চুক্তি করে স্প্যানিশ কোচ ক্যাবরেরাও গণমাধ্যমের উদ্দেশ্যে কাল একটি এক ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ ফুটবলের সঙ্গে আরো এক বছর থাকছি। যে কারণে বাফুফের সঙ্গে আরো এক বছরের চুক্তি করেছি। ইতোমধ্যে আমরা উভয় পক্ষ চুক্তিতে সই করেছি। এটা করতে পেরে আমি খুব খুশি ও আনন্দিত।’
ক্যাবরেরা আরও বলেন,‘আমাকে আবার কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ও টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলিকে ধন্যবাদ জানাই। নতুন বছরে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আগামী মার্চে ফিফা প্রীতি ম্যাচ। আমরা ওই সময় দেশে দুটি প্রীতি ম্যাচ খেলবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ